বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক

দেশের বড় বড় শিল্প গ্রুপকে পুঁজিবাজারে আনার আহবান দেশবন্ধু চেয়ারম্যানের

অর্থনৈতিক প্রতিবেদক

Published : Thursday, 11 June, 2020

দেশের বড় বড় শিল্প গ্রুপকে পুঁজিবাজারে আনার আহবান জানিয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এই আহবান জানান।  বিকাল সাড়ে ৩টায় বিএসইসি কার্যালয়ে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসইসি নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। 
 
সাক্ষাৎকালে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনীতি হুমকিতে পড়েছে। পুঁজিবাজারেও তার প্রভাব পড়েছে। করোনাপরবর্তী সময়ে পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশে বর্তমানে অনেক বড় শিল্প গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের ভলিয়ুম বাড়াতে এসব শিল্প গ্রুপ পুঁজিবাজারে আনা দরকার। বিশেষ করে খাদ্যপণ্য, গার্মেন্টস, বড় বড় শপিংমল ও শপিং কমপ্লেক্সসহ সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া দরকার। তাই এসব গ্রুপের কোম্পানিগুলোকে বাজারে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করতে বিএসইসি চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেশের বড় গ্রুপগুলো যুক্ত হলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে। বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। এতে ঘুরে দাঁড়াবে দেশের সার্বিক পুঁজিবাজার। এমনকি গ্রুপগুলোকে টাকার জন্য ব্যাংকের কাছে ধরনা দিতে হবে না। প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘ মেয়াদে টাকার যোগান পুঁজিবাজার থেকেই মিলবে। 
 
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাংলাদেশ বিমান, বিমানবন্দর, সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু সেতু, বাংলাদেশ রেলওয়ে, ডাকবিভাগ, বিসিআইসি, বিএসএফআইসিসহ সব ধরনের সরকারি উৎপাদন ও সেবা খাত করপোরেশনকে লিমিটেড করে কীভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়, সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ কাজটি সফলভাবে করতে পারলে একদিকে যেমন দেশি-বিদেশি বিনিয়োগ অনেক বাড়বে, অন্যদিকে টাকার জন্য ব্যাংকের ওপর চাপ কমবে। 
 
এ ছাড়া ইসলামিক বন্ড (SUKUK)সহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের বিষয়েও বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামকে আশ্বস্ত করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। 
 
সবশেষে তিনি বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু আজ আমাদের মধ্যে নেই, তবে তার সুযোগ্য জ্যৈষ্ঠ কন্যা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই কাজ বাস্তবায়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সবার উচিত শেখ হাসিনার সেই কাজে সর্বোচ্চ সহযোগিতা করা। এক্ষেত্রে দেশের বড় গ্রুপগুলোকে বেশি ভূমিকা রাখতে হবে।  
 
দু’পক্ষের বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে দেশবন্ধু গ্রুপ। পুঁজিবাজারে নতুন নতুন বন্ডসহ অন্যান্য ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম অনগ্রসর ও প্রত্যন্ত এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি দেশের অন্যসব বড় বড় শিল্পগ্রুপকে প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, দেশবন্ধু গ্রুপের মতো দেশের বড় সব শিল্পগ্রুপ ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসলে শিগগিরই ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার। 
 
আজকালের খবর/এএসএস