দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত | শেয়ার বিজ

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত

Published :  | Updated:

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের পণ্য ফ্রেন্ডস আপ, ফ্রেন্ডস কোলা, সাড়া জাগানো কারবোনেটেড বেভারেজ ড্রিংক গুরু এনার্জি ড্রিংক, দেশবন্ধু মিনারেল ওয়াটার। শনিবার (১১ মে) বেলা ১১টায় রাজধানী বনানীতে একটি অভিজাত হোটেলে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান বিক্রয় কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিক্রয় কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ আরো বাড়াতে হবে। আমাদের সবাইকে কাজের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিক্রয় কর্মকর্তাদের আরো উদ্যোমী হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দেশবন্ধু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোমতাজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রয় কর্মকর্তারা তাদের চাহিদার কথা জানিয়েছেন। তারা বলেছেন, বাজারে আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তবে সরবরাহ বাড়াতে হবে।