রাজধানীতে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত | Ajkalker Khobor

রাজধানীতে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৩:৪৫ PM আপডেট: ১১.০৫.২০২৪ ৩:৫৮ PM

 

 

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। 
 
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে রয়েছে- কোমল পানীয় ফ্রেন্ডস আপ, দেশবন্ধু কোলা, সারা জাগানো কোমল পানীয় গুরু, দেশবন্ধু মিনারেল ওয়াটার। 
 
শনিবার (১১ মে) বেলা ১১টায় রাজধানী বনানীতে একটি অভিজাত হোটেলে এ মিটিং অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান বিক্রয় কর্মকর্তাদের উদ্দেশে 
বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিক্রয় কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ আরো বাড়াতে হবে। আমাদের সবাইকে কাজের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিক্রয় কর্মকর্তাদের আরো উদ্যোমী হয়ে কাজ করার আহ্বান জানান। 
 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  গোলাম রহমান, দেশবন্ধু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোমতাজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের। 
 
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান  গোলাম মোস্তফা। 
 
অনুষ্ঠানের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রয় কর্মকর্তরা তাদের চাহিদার কথা জানান। তারা বলেন, বাজারে আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়াতে হবে।
 
আজকালের খবর/বিএস