দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে

দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে

Published :  ১২:৫০, ৬ জানুয়ারি ২০২৫  
Source: Rising BD
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন নেই। দেশবন্ধু কোম্পানির সব পণ্য গুণগত মানের দিক থেকে অনেক ভালো।
 

রবিবার (৫ জানুয়ারি) কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের ডিপো মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যোগ দেন চেয়ারম্যান।

কর্মকর্তাদের কর্ম পরিধি ও অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “আপনারা এই সেক্টরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে এই কোম্পানি ও পণ্য এগিয়ে যাবে।” আগামীতে এ পণ্যের চাহিদা আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিওও শফিউল আজম তালুকদার, দেশবন্ধু গ্রুপের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, ডিজিএম, এজিএম, এসএম, জিএম-ফ্যাক্টরি ও অন্যান্য কর্মকর্তাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ডিপো হোল্ডাররা।